Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। দুই বছর পর শুরু হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ।।

আবারও শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। বৃহস্পতিবার রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনের এএস মাহমুদ সেমিনার হলে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ ঘোষণা দেন।

এতে জানানো হয়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২২’ প্রতিযোগিতার বিজয়ী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। ইতোমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। জানুয়ারিতে আয়োজনের গালা রাউন্ড সম্পন্ন হবে।



আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেন ওমিকন এন্টারটেইনমেন্ট চেয়ারম্যান মেহেদী হাসান। তিনি বলেন, তাঁরা এবারও এমন একজনকে খুঁজছেন, যিনি রোল মডেল হবেন, শুধু মডেল না। একজন নারী সমাজকে বদলে দিতে পারেন, তাঁরা এমন কাউকেই খুঁজছেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশী, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নেভিল ফেরদৌস হাসান, থ্রি সিপটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের প্রমুখ।

এবারের আসরের প্রধান জুরি প্যানেলের বিচারক থাকবেন সারা যাকের ও সাদিয়া ইসলাম মৌ। আগ্রহী প্রার্থীরা সহজেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফেসবুক পেজ বা অফিসিয়াল ওয়েবসাইট -এ গিয়ে নিবন্ধন করতে পারবেন।

Related News

Also Read