মাধ্যমিক পরীক্ষার অংক পরীক্ষা আজ অর্থাৎ বৃহস্পতিবার নির্বিঘ্নে হল। কড়া নিরাপত্তার মাধ্যমে কাঁথি ও এগরা মহকুমা সহ জেলার সর্বত্র নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হল। তারই মাঝে রামনগর দুই ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের বটতলা আনন্দময়ী হাই স্কুলের পরীক্ষার্থীকে একটি টোটোতে নিয়ে আসার সময় পরীক্ষা কেন্দ্রের কাছেই উল্টে পড়ে। তাতে থাকা ৫ জন পরীক্ষার্থী আহত হয়। প্রাথমিক চিকিৎসার পর তারা পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষা দিয়েছে।
জেলা পরীক্ষা পরিচালন কমিটির আহবায়ক সত্যজিৎ কর জানিয়েছেন কাঁথির ব্রাহ্ম বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের ছাত্রী বনশ্রী বেরা অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার পর কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে পরীক্ষা দিয়েছে। তবে পরিবারের লোকেরা পাশে ছিল বলে জানা গেছে। রামনগরে -১ ব্লকের মীরগদা হাই স্কুলের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকেও তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে সে পরীক্ষা দিয়েছে নির্বিঘ্নে। পরীক্ষা দিয়ে হল থেকে বেরোনোর পর পরীক্ষার্থীদের কোথায় প্রশ্ন ভালো হয়েছে। তারা পরীক্ষা ভালো দিয়েছে বলে জানিয়েছে। প্রশ্ন নিয়ে তাদের কোন অভিযোগ ছিল না বলে অনেকে জানা গেছে।
