ফুটপাত দখল করে দোকানের পসরার জেরে দুর্ঘটনা বাড়ছে - Ekhansangbad

Select Language

[gtranslate]
৩০শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ১৪ই জুলাই, ২০২৫ )

ফুটপাত দখল করে দোকানের পসরার জেরে দুর্ঘটনা বাড়ছে

ফুটপাত দখল করে দোকানের পসরা। ভোগান্তির শিকার পথ চলতি মানুষ-সহ নিত্যযাত্রীরা। নিত্যদিন ঘটে চলেছে দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের রামনগর-এগরা রাজ্য সড়কের পাশে পানিপারুল ব্রীজ সংলগ্ন এলাকার ঘটনা।

 

স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, ফুটপাতে দোকান বসায় সমস্যায় সাধারণ মানুষ, পরপর অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েই চলেছে। টার্নিং ঘোরার সময় দেখতে না পেয়ে বারবার এখানে দুর্ঘটনা ঘটছে। অভিযোগ এলাকাবাসীর।

 

স্থানীয় বাসিন্দা নন্দদুলাল মন্ডল জানিয়েছেন,

অভিযোগ জানিয়ে, প্রতিবাদ করার পরও আমরা কোন সুরাহা পাচ্ছি না। পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও এই বিষয়টা নজর দিয়ে দেখছেন না। পাশাপাশি, সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে তারাও কঠোর সমস্যায় পড়ছে। তিন মাথার মোড়ে একের পর এক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিচ্ছে। এই দোকানগুলি গায়ের জোরে বসানো অভিযোগ তুলছেন স্থানীয়রা। পানিপারুলের বাসিন্দা নন্দন সাউ নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ এলাকাবাসীর। অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Related News

Also Read

13:04