Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মুখ্যমন্ত্রীর মঙ্গলকামনায় সত্যনারায়ণ পূজা পটাশপুরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁর পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তনের আশায় পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো বিশেষ সত্যনারায়ণ পূজা।

ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এই পূজা ঘিরে সকলে এক আবেগঘন ও শুভাকাঙ্ক্ষাপূর্ণ পরিবেশে যোগ দেন বিভিন্ন এলাকার তৃণমূল নেতা-কর্মীরা।

 

এই পূজার মূল উদ্যোক্তা ছিলেন পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায়। তিনি জানান, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল এবং আগামী দিনে তাঁর নেতৃত্বে রাজ্যের উন্নয়ন আরও গতিময় হওয়ার প্রত্যাশায় এই শুভ আয়োজন করা হয়েছে।

এদিনের পূজায় উপস্থিত ছিলেন সিরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান দিলীপ রায়, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেস সাঁতরা, পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত মাইতি, যুব তৃণমূল নেতা মলয় রায়, আবু সোয়েল সহ আরও অনেক নেতা-কর্মী।

পূজার শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

স্থানীয় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ—সবাই এই উদ্যোগকে মুখ্যমন্ত্রীর প্রতি শুভকামনার প্রতীক হিসেবে দেখছেন

Related News

Also Read