আমরা লড়াই করছি সাধারণ মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও কাজের দাবিতে- মীনাক্ষী - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩২ শুক্রবার ( ১১ই জুলাই, ২০২৫ )

আমরা লড়াই করছি সাধারণ মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও কাজের দাবিতে- মীনাক্ষী

পূর্ব মেদিনীপুর জেলার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ২১তম জেলা সম্মেলন প্রকাশ্য সম্মেলনের মাধ্যমে সূচনা হলো নাচিন্দা বোর্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে। ৮ এবং ৯ জুন বুদ্ধদেব ভট্টাচার্য্য নগর এবং মানব মুখার্জী মঞ্চে প্রায় ৩৪৫ জন প্রতিনিধির উপস্থিতিতে বিগত বছরের কাজের পর্যালোচনা এবং আগামী দিনের জেলার ডি ওয়াই এফ আই র কর্মসূচি ও আন্দোলনের অভিমুক্ত তৈরি করবে। জেলার ৪ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ডেলিগেটরা উপস্থিত হয়েছেন।

প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন ডিওয়াইএফআই পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি সুকুমার মইশাল । প্রকাশ্য সভায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন নেতৃত্ব ও প্রাক্তন বর্ষিয়ান সংসদ প্রশান্ত প্রধানকে সম্বর্ধিত করা হয়।প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি । সমাবেশে তিনি বলেন, আমরা লড়াই করছি সাধারণ মানুষের অন্ন,বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও কাজের দাবিতে । বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার যৌবনের স্বার্থকে ধুলিস্যাৎ করে দিয়েছে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুর্নীতির মোড়কে গোটা দেশ এবং রাজ্যে পচন ধরিয়ে দিয়েছে।আমরা দূর্নীতির বিরুদ্ধে ,বেকারের কাজের দাবিতে নবান্ন অভিযান করে ছিলাম । বর্তমান তৃণমূল সরকার মইদুল ইসলামকে নবান্ন অভিযানে পিটিয়ে খুন করল। তবু আমরা লড়াই ছাড়িনি।তৃণমূল এবং বিজেপি ধর্মের ভিত্তিতে রাজ্যকে ভাগ করতে চাইছে। মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করে সমাজে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিজেপি এবং তৃণমূল নামের দুটি দল ।আমরা রাম রহিমের ভাগাভাগি চাই না। আমরা চাই রাম রহিমের রুটি,কাপড়া,মকান।কাজ চাকরি খাদ্য বাসস্থান চাই। আমরা চাই কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতি বদলাতে ।

বামফ্রন্ট সরকারের আমলে আইসিডিএস মাধ্যমে মিড ডে মিল চালু হয়েছিল স্কুল ছুট ছাত্রছাত্রীরা স্কুল মুখি হবে। কিন্তু দেখা গেল এই তৃণমূলের সরকারের আমলে চাল, বালি, কয়লা, গরু চুরি থেকে শুরু করে চাকরি চুরি কোনটাতেই বাদ রাখেনি। ধর্মের অধিকার ভারতবর্ষের সকল মানুষের আছে ।যে যার মত ধর্মাচার এবং ধর্ম পালন করবে ।কাউকে জোর করে ধর্মীয় কাজে ব্যবহার করা যাবে না ,এটা ভারতের সংবিধানে আছে।। কিন্তু ধর্মকে নিয়ে দুই দলের মধ্যে টানাটানি চলছে । কিভাবে দেশের গরীব মানুষের রুটি রুজি কাজের সংস্থান হবে,তার ভাবনাচিন্তা নেই। তৃণমূল নামক দলটার তো কোন রাজনৈতিক আদর্শ নাই। লোকসভায় যখন কৃষি আইন, শিক্ষা আইন ,শ্রমিক আইন পাশ হয়ে যাচ্ছে তখন তৃণমূলের এমপিরা কি করছিল? রাজ্যে তিন লক্ষ ঠিকা শ্রমিক নিয়োগ করেছে। যাদের চার থেকে পাঁচ হাজার টাকা মাসিক পারিশ্রমিক। এই পারিশ্রমিক দিয়ে সংসার চলেনা। সভায় প্রশ্ন তোলেন মীনাক্ষী মুখার্জী, ৬৩ লক্ষ জব কার্ড বাতিল হলো কেন? ১০০ দিনের কাজের টাকা কারা বাতিল করল ? কারা আটকালো স্বাস্থ্য শিক্ষা খাতের টাকা?বাজেটে বরাদ্দ কমছে কেন? রেল, বিমায় দিন দিন কর্মী সংকোচন হচ্ছে। কাশ্মীরের পায়েলগামের সাধারণ পর্যটকের নিধন যজ্ঞের জন্য দায়ী কে? সভায় বক্তব্য রাখেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং পূর্ব মেদিনীপুর ডি ওয়াই এফ আই জেলা সম্পাদক শেখ ইব্রাহিম আলী, উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব অপূর্ব প্রামাণিক।

সভার শেষে সম্মেলন মঞ্চে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সুকুমার মইশাল ।শহীদ বেদীতে মাল্যদান করেন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা , অপূর্ব প্রামাণিক,পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক ইব্রাহিম আলী সহ নেতৃত্বগন।

Related News

Also Read

09:23