পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের খড়াই বাজারে সরকারি বিশ্রামাগার ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ, মঙ্গলবার সকালে সরকারি বিশ্রামাগারটি জবরদখল করে ভেঙে নতুন ঘর তৈরি করে তা ভাড়া দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল খড়াই বাজার ব্যবসায়ী সমিতি।

যদিও অভিযোগ অস্বীকার করে সমিতির সহ-সচিবের দাবি, “ওখানে ভাঙার কাজ চলছিল গ্রিল বসানোর জন্য। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা হঠাৎই দেখতে পান কয়েকজন শ্রমিক বিশ্রামাগার ভাঙার কাজ করছে। প্রতিবাদ করতেই শ্রমিকরা দ্রুত কাজ বন্ধ করে সরে পড়ে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবুও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।

এলাকাবাসীর হুঁশিয়ারি, “সরকারি সম্পত্তিতে আবার যদি হাত পড়ে, আমরা রাস্তায় নেমে কঠোর বিক্ষোভ ও রাস্তা অবরোধে সামিল হব।”
স্থানীয়দের বক্তব্য স্পষ্ট—সরকারি সম্পত্তির উপর বেআইনি দখলদারি ও ভাঙচুর বরদাস্ত করা হবে না, প্রশাসন ব্যবস্থা না নিলে গণবিক্ষোভ অনিবার্য।





