পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বাজার সংলগ্ন ময়দানে রবিবার অনুষ্ঠিত হলো অগ্রদূত সংঘের আয়োজিত বর্ণাঢ্য অন্ন মহোৎসব।
ভোর থেকেই শুরু হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তদের ভিড়ে জমে ওঠে সমগ্র এলাকা। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, ভক্তিমূলক সংগীত ও শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে রামনগর বাজার চত্বর।

অগ্রদূত সংঘের সদস্যরা জানান, প্রতি বছর এই অন্ন মহোৎসবের মাধ্যমে ভক্তি, মানবতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
দিনভর চলা এই মহোৎসবে প্রায় ১০,০০০ থেকে ১৫,000 ভক্ত ভোগ ও প্রসাদ গ্রহণ করেন।
সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি।

আলোকসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত, এবং ধর্মীয় আবহে ভরে ওঠে পুরো ময়দান।
অগ্রদূত সংঘের এই মহোৎসব এখন রামনগর ও আশেপাশের অঞ্চলের এক অন্যতম বার্ষিক আকর্ষণে পরিণত হয়েছে — যা শুধু ধর্মীয় উৎসব নয়, এক সামাজিক মিলনমেলাও বটে।
Post Views: 8





