শাসক দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র।দলের নির্দেশ মেনে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার আগে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন এবং সেখানকার মানুষ জনের কথা তিনি শুনেছেন।
শুক্রবার নিজের জয়ী এলাকা তমলুক বিধানসভার ছটি গ্রাম ঘুরলেন এবং সেই গ্রামগুলোতে কি কি সমস্যা রয়েছে তা সাধারণ মানুষ জনের কাছে শুনলেন ডঃ সৌমেন কুমার মহাপাত্র।
জেলা কিংবা রাজ্যের অন্যান্য প্রান্তে দিদির দূতেদের মাঝে মাঝে বিক্ষোভের মুখে পড়ার খবর পাওয়া যায়,তবে তাঁকে কোন বিক্ষোভের মুখে পড়তে হয়নি , বরঞ্চ গ্রামের মহিলারা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
সৌমেন কুমার মহাপাত্র স্থানীয় একটি ভীম পূজোতে কিছুক্ষণ অংশগ্রহণ করে।
দুপূরে গ্রামের এক ব্যাক্তির বাড়িতে দুপুরের খাওয়ার খান। একটি স্কুলেও তিনি যান এবং স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষিকাদের সাথে কথাও বলেন।

সৌমেন বাবু বলেন মানুষের কথা শুনে সেই এলাকার বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ করলে মানুষ অযথা বিক্ষোভ দেখাবে না।
তিনি যেখানেই গেছেন সাধারণ মানুষ জনের একটাই অভিযোগ পেয়েছেন ১০০ দিনের কাজের টাকা তারা পাচ্ছেনা। যে টাকা কেন্দ্র সরকার না দেওয়াতে এই সরকার দিতে পারছে না।






