পুতনার পাল্টা মহিষাসুর।সেই সাথে বিসর্জনের মাস ঘোষনাও হয়ে গেল ।
রবিবার নিজের বাড়ির গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুতনা রাক্ষসীর সাথে তুলনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।২৪ ঘন্টা কাটতে না কাটতেই তার পাল্টা দিলেন প্রদীপ গায়েন।
কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন
বলেন পুতনা কে জানিনা তবে মহিষাসুর বধ হয়ে গেছে,ডিসেম্বরেই শুভেন্দু অধিকারীর বিসর্জন ।প্রদীপ বাবু দাবি করেছেন সমস্ত তথ্য প্রমান চলে এসেছে,ডিসেম্বরেই মহিষাসুরের বিসর্জন হবে।তাই আতংকিত হয়ে ভুলভাল বকছে শুভেন্দু অধিকারী।ডিসেম্বরের পরে আর বিজেপিতেও শুভেন্দুর জায়গা হবেনা বলেও দাবি করেছেন প্রদীপ ।আর তৃনমূলেও শুভেন্দুর ফেরা হবেনা বলেও দাবি করেছেন
Post Views: 14