সরকারী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হল এক সরকারি কর্মী। এই ঘটনাকে ঘিরে তমলুক শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ তমলুকের ট্রাক লাইসেন্স বিভাগের ডি গ্রুপের কর্মী শেখ মইনুদ্দিন বহু লোককে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে।শেখ মইনুদ্দিন এর বাড়ি উত্তরবঙ্গের রায়গঞ্জে। সে তমুকের সরকারি আবাসনে থাকতো।
তমলুক থানার পুলিশ অভিযোগ পেয়ে তার আবাসনে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা গেছে ওই আবাসন থেকে একাধিক পরীক্ষার এডমিট কার্ড ও অন্যান্য নথি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে মইনুদ্দিন জানিয়েছে এই অভিযোগ ঠিক নয়।তার আত্মীয়র দুটি অ্যাডমিট কার্ড ছিল।
যদিও তমলুক মহাকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে মইনুদ্দিনের আবাসনে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র পাওয়া গেছে। ধৃতকে তমলুক আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ আধিকারিক জানিয়েছেন তদন্ত করে দেখা হচ্ছে এর সঙ্গে আর কোন চক্র যুক্ত আছে কিনা। যদি থাকে তাদেরও গ্রেফতার করা হবে।





