রামনগর স্ট্যান্ডে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়, অভিযোগ দায়ের করা হলো রামনগর থানায়।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর-১নম্বর ব্লকের
রামনগর বাজারে মঙ্গলবার বিকাল পাঁচটার সময় একটি বাইক চুরি হয়।
মুক্তিপদ মাঝি নামের এক ব্যক্তি কাপাসদা পানিপারুলে বাড়ি। বাড়ির কিছু কেনাকাটার জন্য হিরো প্যাশন প্রো বাইক নিয়ে রামনগর বাজারে আসেন। বাজার করার পর ফিরে এসে
দেখেন তার বাইকটি নেই কে বা কারা চুরি করে নিয়ে গেছে ।গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ডব্লিউ বি ৩২এ ৫১১৪ । বাজার করার কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার বাইকটি নেই।
Post Views: 21