পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার, রামনগর-২ নম্বর ব্লকের, দেপাল পঞ্চায়েতের , দায়ানিধি বাড় বুথে দয়ানিধি বাড় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল এগারোটার সময় দুয়ারে ক্যাম্প শুরু হলো , এই দুয়ারে সরকার ক্যাম্পে মোট ৩৫টি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হলো।
দুপুর সাড়ে বারোটার সময় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি, প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি, জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, অঞ্চল যুব সভাপতি সেক মৈদুল , অঞ্চল সভাপতি মানস গুচ্ছাইত, রঞ্জন পাত্র, সহ বিভিন্ন সদস্য, সদস্যা এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ


Post Views: 93





