Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

রাস্তা বেহাল:ধান-কলা গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর

দীর্ঘ কুড়ি বছর ধরে অবহেলিত চিঞ্যাবেড়িয়ার রাস্তা, ধান-কলাগাছ রোপণ করে গ্রামবাসীদের অভিনব বিক্ষোভ। ভগবানপুর বিধানসভা এলাকার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চিঞ্যাবেড়িয়া গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম ভরসা এই রাস্তা। অবস্থা এতটাই শোচনীয় যে বর্ষাকালে কাদা-জলে থৈ থৈ করে গোটা রাস্তা ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা বাজার—সর্বত্র পৌঁছাতে নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার মানুষকে। ভোট এলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোন সুরাহা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিগত কয়েক বছরে একাধিকবার পথ অবরোধ ও বিক্ষোভে নেমেছেন।সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবাদ হিসেবে সম্প্রতি তারা কাদা রাস্তায় ধান চারা, কচু গাছ, কলা গাছ রোপণ করে প্রতিবাদে সামিল হন সোমবার। অসুস্থ রোগীদের দোলনায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। এমন দৃশ্য যেন ২১শ শতকের বাংলায় এক কঠিন বাস্তব।

এই অবস্থায় তৃণমূল নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, “রাস্তাগুলোর কাজ ইতিমধ্যেই অনেকাংশে সম্পন্ন হয়েছে। কিছু অংশ বাকি রয়েছে, সেগুলিও শীঘ্রই হয়ে যাবে। এই ইস্যুতে বিরোধীদের রাজনীতির কোনও স্থান নেই।”তবে বাস্তবের সঙ্গে এই বক্তব্যের কোনও মিল নেই বলেই মনে করছেন এলাকাবাসী। তাঁদের দাবি, “রাস্তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”এই রাস্তা নিয়ে একরাশ খুব উপরে দিলেন ভগবানপুর চার নম্বর মন্ডলের সভাপতি বরুনাভ মাইতি। তিনি বলেন এই সরকার চুরি জোচ্চুরি ও নারীদের ইজ্জত লুটের কাজ করে চলেছে। এরা উন্নয়ন করতে পারবে না। বারবার প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি। গ্রামবাসী শ্রাবণী মান্না বলেন আমাদের কিছু চাই না রাস্তা চাই। ছেলেমেয়েরা পড়াশোনা করতে যেতে পারছে না। রাস্তার জন্য বাড়িতে ডাক্তার আসতে চায়না। তুমি দাবি করেন চিকিৎসার অভাবে তার মায়ের মৃত্যু হয়েছে। আশা কর্মী নমিতা আদক বলেন রাস্তার জন্য ছেলেমেয়েরা ছেলেমেয়েরা স্কুল এবং টিউশন যেতে পারছে না। নিরুপায় হয়ে তাদের অনেক সময় আগে বাড়ি থেকে বের হতে হয় কাজে যাওয়ার জন্য। এই সমস্যা কবে সমাধান হবে জানিনা।

Related News

Also Read