রঘুনাথ আয়ুর্বেদ কলেজ ও হাসপাতাল-এর সভাকক্ষে প্রতিষ্ঠাতা রঘুনাথ মাইতির ৫১তম মৃত্যু-বার্ষিকী পালন-উপলক্ষে তাঁর জীবনদর্শন,রাজনৈতিক-সহ বিচিত্র কর্মকাণ্ড,সাহিত্য জীবন নিয়ে আলোচনা হয় বুধবার। পরিচালনায় ছিলেন কাঁথি আয়ুর্বেদ সেবক-সংঘ। আজকের সভার সঞ্চালক তথা সম্পাদক সুকমল মাইতি তাঁর বক্তব্যে কাঁথি আয়ুর্বেদ কলেজের সংক্ষিপ্ত ইতিহাস ও ছাত্র-ছাত্রীদের সফলতার কথা তুলে ধরেন। রঘুনাথ মাইতির সাহিত্যচর্চা নিয়ে আলোচনা করেন অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা।

বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ হরিসাধন দাস-অধিকারী,হৃষীকেশ দাস,প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব দে।ভূমিদাতা পরিবারের সদস্য বিশ্বজিৎ বেরা ডাক্তার রঘুনাথ মাইতির শিশু প্রীতির স্মৃতিচারণ করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্নেহাশিস পাহাড়ী,ডাঃ প্রতাপ ঘোড়াই, কৃষ্ণেন্দু খামারি,সমরবরণ মান্না,কৌস্তুভকান্তি মাইতি,উমাপ্রসাদ নন্দী প্রমুখ। সভাপতিত্ব করেন কলেজের সহ-সভাপতি ডা:সুকুমার জানা।আজ সংবিধান দিবস,তাই এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন গুণী কন্ঠশিল্পী নটেন্দ্রনাথ দাস। উপস্থিত অতিথি,ছাত্র-ছাত্রী,ডাক্তারগণ— সকলে দাঁড়িয়ে শিল্পির সাথে কণ্ঠ মিলান।





