মাছের গাড়ি উল্টে গুরুতর জখম হলো তিন ব্যক্তি। সন্ধায় দিঘা থেকে জুখিয়া আগামী একটি ম্যাটাডোর দিঘা নন্দকুমার জাতীয় সড়কের ছত্রধরার কাছে উল্টে যায়। তার জেরে মাছ রাস্তার উপরে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় আহত হয় গাড়ির চালক, খালাসী ও এক মাছ ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।

সূত্রের খবর এই মাছগুলি দিঘা মোহনা থেকে খেজুরির জুখিয়া বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে। পাশাপাশি মাছ উদ্ধার করে বলে জানা গেছে।
Post Views: 13





