পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা পাঁচরোল গ্রাম পঞ্চায়েত দখল করেছে।পঞ্চায়েতের ২২টি আসন ।এর মধ্যে তৃণমূল একাই জিতেছে ১১টা আসনে।বাকী ১১টার মধ্যে বিজেপি ৬টা,নির্দল ৪টা ও সিপিএম ১টা আসনে জয়ী হয়েছে।
গত ২০১৮ সালের পর এবার ২০২৩ সালেও বট চিহ্নে লড়াই করে জয়ী হয়েছে দুই নির্দল প্রার্থী শংকর মিশ্র এবং মঞ্জুশ্রী মিশ্র ।
জয়ী প্রার্থীদের নিয়ে এদিন মিছিল করেন এলাকাবাসী।ওড়ানো হয় আবির।উল্লেখ্য গতবার নির্দলে জয়ী হয়ে গ্রাম প্রধান হয়েছিলেন শংকর মিশ্র।এবারও শাসক তৃনমূল ও সমিল্লিত বিরোধী প্রার্থীদের আসন সমান সমান হওয়ায় তাঁর প্রধান প্রধান বা উপ প্রধান হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অনুগামীরা।


Post Views: 54





