Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। পাঁচরোলে দুই নির্দল প্রার্থীর বিজয় মিছিল ।।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা পাঁচরোল গ্রাম পঞ্চায়েত দখল করেছে।পঞ্চায়েতের ২২টি আসন ।এর মধ্যে তৃণমূল একাই জিতেছে ১১টা আসনে।বাকী ১১টার মধ্যে বিজেপি ৬টা,নির্দল ৪টা ও সিপিএম ১টা আসনে জয়ী হয়েছে।

গত ২০১৮ সালের পর এবার ২০২৩ সালেও বট চিহ্নে লড়াই করে জয়ী হয়েছে দুই নির্দল প্রার্থী শংকর মিশ্র এবং মঞ্জুশ্রী মিশ্র ।

জয়ী প্রার্থীদের নিয়ে এদিন মিছিল করেন এলাকাবাসী।ওড়ানো হয় আবির।উল্লেখ্য গতবার নির্দলে জয়ী হয়ে গ্রাম প্রধান হয়েছিলেন শংকর মিশ্র।এবারও শাসক তৃনমূল ও সমিল্লিত বিরোধী প্রার্থীদের আসন সমান সমান হওয়ায় তাঁর প্রধান প্রধান বা উপ প্রধান হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অনুগামীরা।

Related News

Also Read