Select Language

[gtranslate]
২৮শে কার্তিক, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৩ই নভেম্বর, ২০২৫ )

অবশেষে আদালতের নির্দেশে কড়া পুলিশী প্রহরায় নিজের বাড়ি ফিরলেন ফিরোজা বিবি

আদালতের নির্দেশে কড়া পুলিশী প্রহরায় বাড়ি ফিরলেন এগরা-২ ব্লকের বাসুদেবপুর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের ফিরোজা বিবি,তার স্বামী সেখ নূরহোসেন সাহা ও তার তিন নাবালক সন্তান-সন্ততি। এই গ্রামের শেখ নিজাম এর কাছ থেকে ৫টি দাগে প্রায় ৮ ডেসিমেল জায়গা ক্রয় করে নূর হোসেন সাহা ও তার স্ত্রী ফিরোজা বিবি।

ওই জায়গার উপরে একটি অংশে সরকারী আবাস প্রকল্পের একটি বাড়ি তৈরি করে তারা বসবাস করছিল। কিন্তু পরবর্তীকালে ওই বাড়ি থেকে অশান্তির জেরে প্রাণের ভয়ে ওরা পালিয়ে গিয়ে ‌আইনী সহযোগিতা প্রার্থনা করে। অভিযোগ তাদের উপর অত্যাচার চালিয়ে গ্ৰাম ছাড়া করে শেখ নিজাম। বিষয়টি নিয়ে ৭ আগষ্ট ২০২৪এগরা থানায় এগরা পি এস ৫২০/২০২৪ নং এ অভিযোগ দায়ের হলেও

নিজাম শাসক ঘনিষ্ঠ ও প্রভাবশালী হওয়ায় এগরা থানা থেকে কোনরকম আইনি সহায়তা পায়নি বলে অভিযোগ। এরপর ফিরোজা বিবি এগরা এস ডি ই এম কোটে মামলা করে। এস ডি ই এম কোর্ট জায়গা মাপের নির্দেশ দেয়। অভিযোগ আধিকারিকরা মাপতে যাওয়ার দিন সেখ নিজাম ও তার বাহিনী আক্রমণ চালায়। এরপর ফিরোজা বিবিরা জেলা শাসক ও জেলা ভূমি দপ্তরের দারস্ত হয়। জেলা ভূমি দপ্তরের নির্দেশে ও মহকুমা ভূমি দপ্তরের সহযোগিতায় পুলিশের উপস্থিতিতে মাপজোক করতে গেলে নিজামসহ তার লোকেরা মারধর করে বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ১৩ সেপ্টেম্বর-২০২৪ এ কেশ নং ৬০৭/২০২৪ এ এগরা থানায় ফের একটি মামলা করে। হাত গুটিয়ে বসে থাকে পুলিশ বলে অভিযোগ। পুলিশের পক্ষে বলা হয় অভিযুক্ত নিজামকে পাওয়া যাচ্ছে না। পুলিশি সহযোগিতা না পাওয়ার অভিযোগ ওঠে । পুলিশ জানায় অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না।এগরা পিএস কেস নং ১২৭/২০২৫. কাঁথি আদালতের অ্যাডিশনাল

চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনিন্দ্য‌ সেন

২৫, অক্টোবর -২০২৫ পুলিশি প্রহরায় আবেদনকারীকে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন । আবেদনকারীরা নিরাশ্রয় হয়ে দীর্ঘ দিন এগরা-১ ব্লকের কসবাগোলা ঈদগা প্রাইমারীতে আশ্রয় নেয়। স্কুল ছুটি থেকে রাতে তারা ওখানে থাকে এবং বিদ্যালয় শুরুর আগে তারা অন‍্যত্র আশ্রয় নেয়। বিচারপতি নির্দেশ দেন আবেদন কারীদের পুলিশী প্রহরায় ওই জায়গা থেকে বাসুদেবপুর নিজের বাড়িতে পৌঁছে দিতে হবে। দ্বিতীয় রায়ের পর আবেদনকারীরা পুলিশি সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে এবং পুলিশ অভিযুক্তকে পাচ্ছেনা এমন বক্তব্যের সমর্থনে এগরার একটি সভামঞ্চে পুলিশের আইসি ও অভিযুক্ত কে মঞ্চ আলোকিত করে আছেন এমন ফটো উচ্চ আদালতে পেশ করেন। নিম্ম আদালতের এই নির্দেশকে সামনে রেখে কোলকাতা হাইকোর্টের বিচারপতি

শুভ্রা সেন ২৭ অক্টোবর ২০২৫ এক রায়ে এগরা থানার আইসি কে পুলিশী প্রহরায় ফিরোজা বিবি ও তার পরিবারকে বাড়িতে পৌঁছে দেওয়াসহ তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন। আজ বুধবার এগরা থানার অফিসারদের তত্বাবধানে পুলিশ কসবাগোলা ঈদগা প্রাইমারি থেকে বাসুদেবপুরে নিজের বাড়িতে ফিরোজা বিবিদের পৌঁছে দেয়। এ বিষয়ে এগরা থানার আইসি অরুণ খানকে জানতে চাইলে তিনি বলেন ওদের বিষয় সম্পত্তি নিয়ে একাধিক মামলা হয়েছে।উচ্চ আদালতের নির্দেশ ছিল তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া ও তাদের নিরাপত্তা দেওয়া। সেই মত আজ তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখছে।দীর্ঘ আইনি লড়াইতে ফিরোজা বিবির পক্ষে তার পাশে ছিলেন আইনজীবী রামতনু ঘাটা। তিনি সমূহ ঘটনা সংবাদ মাধ্যমকে অবগত করান।

Related News

Also Read