Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত কচ্ছপ ।।

শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার মোহনায় দেখা মিলল বিরল প্রজাতির কচ্ছপ।

জানা গেছে গত কয়েকদিন ধরে মাঝে মধ্যে দিঘার সমুদ্র সৈকতে মৃত অবস্থায় ভেসে আসছে এই বিরল প্রজাতির কচ্ছপেরা। সৈকতে কচ্ছপ গুলিকে দেখতে স্বাভাবিক কারনে পর্যটকরা ছুটে যাচ্ছেন।

কেউ কেউ আবার সেই সকল মৃত কচ্ছপের সাথে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে উঠছেন। তবে কি কারনে এই কচ্ছপ গুলি ভেসে আসছে তা কেউই বলতে পারছেন না।


স্থানীয়রা জানিয়েছেন এই সমস্ত কচ্ছপ গুলি সাধারণত মাঝ সমুদ্রে থাকে। ডিম পাড়ার সময় হলে তারা নদীর পাড়ের দিকে চলে আসে। তখনই জেলেদের জালে জড়িয়ে যায়। অনেক সময় চোরাচালানকারীরা নিজেরাই এগুলিকে এনে বিক্রি করে দেয়। আবার কোন কোন সময় আইনের কোপে পড়ার ভয়ে মাঝ সমুদ্রেই অনেকেই ফেলে দেন এই কচ্ছপগুলোকে।


পরে মৃত কচ্ছপ গুলি ভেসে আসে সমুদ্রে তীরে । যদিও বা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই বিরল প্রজাতির কচ্ছপকে ধরা নিষিদ্ধ রয়েছে।
তবে এই ধরনের চোরাশিকারদেরকে বন্ধ না করলে পরিবেশ তার ভারসাম্য নষ্ট করবে বলে জানাচ্ছেন মৎস্য দপ্তরের আধিকারিকরা।

শনিবার নতুন দিঘায় সমুদ্র সৈকতে দেখতে পাওয়া মৃত কচ্ছপ অন্যান্যদের থেকে আকারে বড় হওয়ায় পর্যটকদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ ছিলো চোখে পড়ার মত ।

Related News

Also Read