শনিবার কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত ধাউড়িয়াবাড় মা সারদা গ্রামীণ উন্নয়ন পরিষদ ও কাঁথি ৩ নম্বর ব্লকের লাউদা গ্রাম পঞ্জায়েতের যৌথ উদোগে ও কলকাতা ভিসান আর এক্স ল্যাব এর পরিচালনায় অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা লাবণ্য বাজার জীবন কৃষ্ণ নার্সারী চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে লাউদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে রোগীরা চক্ষু পরীক্ষা করতে আসেন।প্রায় ২০০ জন রোগীদেরকে কোভিড বিধি নিয়ম মেনে চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩০জন ছানি রোগী পাওয়া যায়। এছাড়া প্রত্যেক রোগীদের যাদের চশমা প্রয়োজন তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এই চক্ষু পরীক্ষা শিবির ভিসান আর এক্স ল্যাব এর অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন, চক্ষু বিশেষজ্ঞ ডা: সপ্তর্ষি ঝা, ডা: রুপম দাস, ডা: নীলাভ দাস প্রমুখ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, লাউদা গ্রাম পঞ্চায়েতে প্রধান বিকাশ জানা প্রমূখ।
কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি, বিশ্বজিৎ দাস, মদন বেরা প্রমুখ।