Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। খেজুরীতে ক্ষুদিরাম স্মরণ,দেওয়াল পত্রিকা প্রকাশ ও রাখী বন্ধন ।।

খেজুরীর বিদ্যাপীঠ চৌরঙ্গী বাসস্ট্যান্ডে মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের উদ্যোগে অগ্নিযুগের বীরবিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৫ তম আত্মবলিদান দিবসে ‘ ক্ষুদিরাম স্মরণ’-এর আয়োজন করা হয়।

ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল,কার্যকরী সভাপতি ড. বিষ্ণুপদ জানা,সহ: সম্পাদকদ্বয় সুদর্শন সেন ও অনিমেষ ঘোষ, সদস্য পবিত্র মন্ডল,পার্থপ্রতীম নায়ক, দীপঙ্কর মন্ডল,সুশান্ত ঘোড়াই, অনিত মাইতি, জয়দেব ঘোষ, মাবুদ হোসেন, বলরাম মান্না, মহামায়া গোল, সত্যজিৎ বর, প্রতীক দাস,সাগর কান্ডার , সুদীপ মন্ডল, শুভাশীষ দাস প্রমুখ সংস্কৃতি অনুরাগী গুণীজনেরা ।

ক্ষুদিরামের জীবন ও স্বাধীনতা সংগ্ৰামে তাঁর বিশেষ অবদান নিয়ে আলোচনা করেন সকলে। সম্পাদক সুমন নারায়ন বাকরা জানান, ক্ষুদিরামের স্মৃতিধন্য খেজুরীর ঠাকুরনগর গ্ৰাম।

১৯০৭ সালের মার্চ মাসে এই গ্ৰামের বিখ্যাত দোল পূর্ণিমার মেলায় পিকেটিংকে কেন্দ্র করে স্থানীয় মেলা কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েছিলেন তিনি।


বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডের বিশ্রামাগারে খেজুরী সাহিত্য সম্মিলনী’র উদ্যোগে সদস্যদের মধ্যে রাখী পূর্ণিমার পবিত্র দিনটিতে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব রক্ষায় সদস্য, সদস্যারা একে অপরের হাতে রাখী পরিয়ে দিয়ে মিষ্টি মুখ করান। নতুন একটি দেওয়াল পত্রিকার প্রকাশ ঘটে বিশ্রামগারে । দেওয়াল পত্রিকাটি প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল।

খেজুরী সাহিত্য সম্মিলনী’র সম্পাদক ড. বিষ্ণুপদ জানা জানান, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হেঁড়িয়ার উদাখালী বিশ্রামাগারে মাতৃভাষা দিবস উদযাপনসহ দেওয়াল পত্রিকা প্রকাশ করে থাকি আমরা। এবছর বিদ্যাপীঠে একইভাবে রাখীবন্ধন দিবস উদযাপনসহ নতুন একটি দেওয়াল পত্রিকার প্রকাশ ঘটলো।

এরপর থেকে প্রতিবছর এইদিনটি আমরা বিদ্যাপীঠে উদযাপন করবার সিদ্ধান্ত নিয়েছি রাখী বন্ধন ও দেওয়াল পত্রিকা প্রকাশের মাধ্যমে।




খেজুরী প্রেস ক্লাবের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব রক্ষায় সদস্য/ সদস্যারা বিদ্যাপীঠ মোড়ে ‘ গণ রাখী বন্ধন ‘ কর্মসূচী পালন করেন। বাসস্ট্যান্ডের স্থায়ী-অস্থায়ী দোকানদার, অটো-টোটো চালক, সাফাইকর্মী, বাজার করতে আসা মানুষজনকে রাখী পরানো হয়।

সম্প্রীতির বার্তা দিতেই আমরা এই বিশেষ উদ্যোগ নিয়েছি বলে জানান খেজুরী প্রেস ক্লাবের সম্পাদক সুদর্শন সেন।

Related News

Also Read