প্রদীপ কুমার সিংহ :- সাপের কামড়ে অসুস্থ এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।আহত মহিলার নাম রেনুকা মন্ডল(৪৭)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত মাখালিয়া অঞ্চলে। ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার অন্তর্গত মাখালিয়া অঞ্চলের নিজের বাড়িতে।

পরিবারের সূত্রে খবর সোমবার সকালে ঘরের ঠাকুরের পুজো করার ফুল ঘরে টালির চালে রাখতে গিয়ে একটা বোড়া সাপ তার হাতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে বাড়ির মানুষ মহিলাকে নিয়ে লোকাল একটি ডাক্তারের কাছে যায়। সেই ডাক্তার পরামর্শে দেয় রেণুর দেবীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার জন্য । তার বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
রেনুকা দেবী এখন বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রেনুকা দেবী স্বামীর নাম সন্তোষ মন্ডল। উনি সাপটাকে ধরে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে আসেন। চিকিৎসক সেই অনুযায়ী রেনুকা দেবী চিকিৎসা আরম্ভ করে ও হাসপাতালে ভর্তি করে।






