সতর্কবার্তা ছিল আগেই, দুপুর থেকেই বিক্ষিপ্তভাবে শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। শেষ পর্যন্ত মান্থার দাপটে আচমাই তমলুকে হুমুড়িয়ে ভেঙে পড়ল জগদ্ধাত্রী পুজোর বিশালাকায় গেট। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। ঝড়ের দাপট কমলে পুজো কমিটির সদস্যরা সহ এলাকার বাসিন্দাদের চেষ্টার পর রাস্তা খালি করা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতর কোন খবর নেই।

স্থানীয় সূত্রে খবর তমলুক থানার হাকোল্লা এলাকায় তমলুক পাঁশকুড়া রাজ্য সড়কের উপর একটি বিশালাকায় গেট তৈরি করছিল স্থানীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। এদিন বিকেল নাগাদ আচমকাই প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি শুরু হয় তমলুক এলাকায়। আর তখনই হুড়মুড় করে বিশালাকায় গেটটি রাস্তার ওপর ভেঙে পড়ে। এই ঘটনার জেরে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী আগে থেকেই দীঘা সহ সামুদ্রিক উপকূল এলাকায় বিশ্বের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দুপুর প্রায় দেড়টা থেকেই দীঘা সহ পার্শ্ববর্তী এলাকা গুলিতে দফায় দফায় ঝড় ও বৃষ্টি চলতে থাকে।

তবে বিকেল সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ তমলুক হলদিয়া মেছাদা পাঁশকুড়া প্রভৃতি এলাকাগুলোতে জোরালো হাওয়ার সঙ্গে বৃষ্টপাত শুরু হয়। এর জেরেই বিশালাকায় গেটটি ভেঙে পড়েছে। যদিও জেলার আর কোথাও বড় কোনও ক্ষয়ক্ষতির খনর মেলেনি।





