Select Language

[gtranslate]
২রা ভাদ্র, ১৪৩২ রবিবার ( ১৭ই আগস্ট, ২০২৫ )

গণডেপুটেশনের প্রস্তুতিতে কেশাপাটে গন স্বাক্ষর সংগ্রহ অভিযান

বিদ্যুতের বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ বন্ধ,স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর স্কীম প্রত্যাহার,বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ বাতিল,গৃহস্থে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড়,কৃষিতে বিনামূল্যে বিদ্যুত,অন্যায়ভাবে লোডের ভিত্তিতে অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট আদায় না করে গ্রাহকদের জমা রাখা সিকিউরিটির উপর আইনসম্মতভাবে সুদের টাকা ফেরত সহ বিদ্যুৎ গ্রাহকদের গুরুত্বপূর্ণ কতগুলি দাবী নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে ২রা সেপ্টেম্বর রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি চলছে। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন ‘অ্যাবেকা’র পাঁশকুড়া জোনাল কমিটির পক্ষ থেকে আজ কেশাপাট হাটে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি হয়। কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক,নন্দ মাইতি,অসিত মান্না,স্বপন খাঁড়া,নিলয় খালুয়া প্রমুখ।

অ্যাসোসিয়েশনের জেলা নেতৃত্ব নারায়ন চন্দ্র নায়ক,রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর প্রকল্প সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে দেওয়ার উদ্দেশ্যে গ্রাহকদের ৪ দফা দাবী সম্বলিত স্মারকলিপিতে গন স্বাক্ষর সংগ্রহ অভিযানে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সামিল হওয়ার আবেদন জানান।

Related News

Also Read

22:45