Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

মন্দারমনিতে চালানো মধুচক্রের পান্ডা গ্রেফতার

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর মন্দারমনি পর্যটন কেন্দ্রে মধুচক্রের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুকককে দীর্ঘদিন ধরে খুঁজছিলো পুলিশ। এটা জানতে পেরে কয়েক মাস ধরে আত্মগোপন করে থাকার পর গ্রেফতার হল সেই যুবক। ধৃত পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার সামসারা পারুই গ্রামের বাসিন্দা স্বপন জানা।

 

মধুচক্রের এই পান্ডাকে মঙ্গলবার আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকোচ করে জেল হাজতের নির্দেশ দেন।

 

অভিযোগ এই যুবক ও তার সাঙ্গপাঙরা মন্দারমনি পর্যটন এলাকায় রমরমিয়ে চালাতো মধুচক্রের ব্যবসা। গোপনে খবর পেয়ে

গত অক্টোবর মাসে মন্দারমনি থানার পুলিশ বিভিন্ন হোটেলে হানা দেয়।সেই সময় প্রায় ২০ জন মক্ষীরানীকে উদ্ধার করে। পাশাপাশি ২৫ জন যুবককে গ্রেফতার করে। তারপরেও বেশ কয়েকজন পুলিশের জাল কেটে পালিয়ে যায়।তার মধ্যে অন্যতম হল এই স্বপন । সেই তদন্তের জেরে স্বপন জানাকে সোমবার অভিযান চালিয়ে মন্দারমনি থানার পুলিশ গ্রেফতার করে।

Related News

Also Read