Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

কাঁথিতে বিপুল পরিমান শব্দ বাজী উদ্ধার

দীপাবলি উৎসব এর আগে পরিবেশকে দূষণমুক্ত রাখতে নিরন্তন অভিযান চালিয়ে কাঁথি থানার পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি উদ্ধার করে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁথি থানা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কাঁথি থানার আই সি প্রদীপ কুমার দান এর নেতৃত্বে অন্যান্য অফিসার ফোর্স কাঁথি থানা এলাকার সাতমাইল মিল বাজার এ একটি গোডাউন এ হানা দেয়।পুলিশ ওখান থেকে ২২ বস্তা ও ৪২ টি কার্টুন এ বেআইনি বাজি বাজেয়াপ্ত কর। যার মোট ওজন ১৫৯০ কেজি। পুলিশ ওখান থেকে পিন্টু মিদ্যা নামে একজনকে গ্রেপ্তার করে। কেস রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিনের আবেদন নাকোচ করে জেলাজতের নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে দেখছে এর সঙ্গে আর কারা যুক্ত আছে বা এর বিস্তার কত দূর। আই সি প্রদীপ কুমার দান জানিয়েছেন পরিবেশ দূষণমুক্ত রাখতে এই ধরনের শব্দবাজি উদ্ধার অভিযান নিরন্তর ভাবি চলবে।

Related News

Also Read