সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের রামনগর ব্লকের ৩য় সম্মেলনকে সামনে রেখে রামনগর বাজারে সভা হয়। পরে বিশাল মিছিল দিঘাগামী রাস্তায় পথ পথ পরিক্রমা করে পৌঁছায় রামনগর সুকুমার সেনগুপ্ত ভবনের সামনে। পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্য দিয়ে সম্মেলনে কাজ শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা সম্পাদক হিমাংশু দাস। ৯ টি অঞ্চল থেকে ১২০ জন প্রতিনিধির উপস্থিতি তে বিদায়ী সম্পাদকের পেশ করা প্রতিবেদনের উপর আলোচনা করেন ৯ জন প্রতিনিধি।২৫ জনের কমিটিতে মানস রানা সভাপতি ও তাপস চৌধুরী কে সম্পাদক পুনর্বার নির্বাচিত হয়।

সম্মেলনের সমাপ্তি বক্তব্য রাখেন জেলার সভাপতি আশীষ প্রামানিক। অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কৃষক নেতা শ্যামসুন্দর জানা। রামনগর বাজারে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সম্পাদক চিত্ত দাস।

গণআন্দোলনের নেতা সুরঞ্জন গিরি, রমাপতি মিশ্র, বিষ্ণুপদ দাস,সুকুমার মইশাল, আকাশ প্রামানিক সহ নেতৃত্বগন। অবিলম্বে ১০০ দিনের কাজ চালু এবং ২০০ দিন কাজ ৬০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন গড়ে তোলার এবং আগামী ২০ শে -২১ শে ডিসেম্বর খেজুরির বিদ্যাপীঠে ৩য় জেলা সম্মেলন হবে।





