Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

এগরায় হনুমানের দাপটে অতিষ্ঠ বাসিন্দারা

এগরা শহরের হনুমানের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে বাসিন্দা গন। এগরা শহরের ১৪ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে হনুমানের দল এসে ভাঙছে ঘরদোর, নষ্ট করছে সবজি ক্ষেত।

সৃষ্টি হচ্ছে আতঙ্ক। অভিযোগ এক একবার ২৫-৩০টি বা আরো বেশি সংখ্যক  হনুমান একসঙ্গে আসছে এবং টালি ও এজবেস্টার চালার উপরে নাচা নাচি করে ভেঙ্গে নষ্ট করছে। সবজি খেতে সবজি খেয়ে যাচ্ছে এবং নষ্ট করছে। এতে কৃষক থেকে সর্বস্তরের মানুষ নাজেহাল হয়ে পড়ছে। কি করবে ভেবে দিশেহারা হয়েছে এলাকার মানুষ।

Related News