Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। পূর্ব মেদিনীপুর জেলায় অপরাধ বেশী নন্দীগ্রামে ।।

ফের শিরোনামে নন্দীগ্রাম।গত এক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশী অপরাধ হয়েছে এই থানা এলাকাতেই।জমি রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে গত ২০০৭ সাল থেকেই সারা রাজ্যে আলোচিত নন্দীগ্রাম।গত বিধানসভা নির্বাচনেও সেই ধারা বজায় ছিলো।

পূর্ব মেদিনীপুর জেলায় মোট থানার সংখ্যা ২৮ টি। এর মধ্যে হলদিয়া ও কাঁথিতে দু’টি মহিলা থানা আছে।এবছর এখনও নন্দীগ্রাম থানায় নথিভুক্ত অপরাধের সংখ্যা ১২২৫টি। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে অন্য কোন থানায় এত বেশি সংখ্যক এফআইআর হয় না বলে জানা গেছে ।


নন্দীগ্রাম থানার পুলিশ অফিসারদের কাজের চাপ অন্যান্য থানার তুলনায় অনেক বেশি। হলদিয়া মহকুমা জোনের মধ্যে নন্দীগ্রাম থানা। অপরদিকে তমলুক মহকুমার মধ্যে পড়ে চন্ডিপুর থানা। এই থানা এলাকার উপর দিয়েই নন্দীগ্রাম যাতায়াত করতে হয় সড়ক পথে ।

জেলা পুলিশ ওই দু’টি থানা নিয়ে পৃথক জোন তৈরি করে দিয়েছে । ওই জোনের দায়িত্ব দেওয়া হল ডিএসপি (হেডকোয়ার্টার) কে । জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, ডিএসপি(ডিএসপি হেড কোয়ার্টার )দু’টি থানার যাবতীয় তথ্য রিপোর্ট করবেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার কে। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Related News

Also Read