Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

৩ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে আগ্নেয়াস্ত সহ ডাকাতি’ করার সরঞ্জাম সহ তিন জনকে হাতেনাতে পাকড়াও করলো রামনগর থানার পুলিশ।তিনজন ডাকাত গ্রেপ্তারের পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।  পুলিশের জাল থেকে বেশ কয়েকজন পালিয়ে যায়। রামনগর থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল পটাশপুর থানা অমর্ষি গ্রামের নুর উদ্দিন মল্লিক,  পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায় এয়সান মল্লিক ও জাহালদা ইকবাল হোসেন সাহা। মঙ্গলবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।পুলিশের আবেদন মূলে  বিচারক তাদের জামিন নাকচ করে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।পুলিশ কলতো করে দেখছে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত আছে। ডাকাতিচক্র এর মূল পান্ডা এবং ইনফর্মার কে আছে তাও সন্ধান করছে পুলিশ।  পুলিশ সূত্রে খবর,  সোমবার রাত্রি তিনটা নাগাদ রামনগরের সন্তোশ্বরপুর সমবায় সমিতিতে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয় বেশ কয়েকজন দুষ্কৃতিকারী। গোপন সূত্রে খবর পেয়ে রামনগর থানায় ওসি অমিত দেব’এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় ঘিরে ফেলে। বেশ কয়েকজন দুষ্কৃতিকারী পালাতে সক্ষম হলেও,  তিনজন দুষ্কৃতিকারী হাতেনাতে ধরা পড়ে যায়৷ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, শাবল, রড একাধিক সরঞ্জাম উদ্ধার করে  বাজেয়াপ্ত করে।যদিও সমবায় সমিতিতে দুষ্কৃতিকারীরা ঢুকতে পারিনি।

রামনগর থানায় ওসি অমিত দেব বলেন ” তদন্তের কারণে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে৷ পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে”।

Related News

Also Read