পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর সারা দেশের মধ্যে অত্যন্ত প্রাচীন শহর।এখানে ৫১ সতীপীঠের অন্যতম পীঠ বর্গভীমা অবস্থিত।এই শহরে প্রচুর সার্ব্বজনীন শ্যামা পূজা হয়।সব সার্ব্বজনীন পূজা কিংবা বাড়ির পুজা শুরু হয় এই বর্গভীমা মন্দিরে পুজা শুরু হওয়ার পরেই।
মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম গুল্ফ বা বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। ১৪৬৬ খ্রিস্টাব্দ মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যে গোকুলে গোমতী নামা তাম্রলিপ্তে বর্গভীমা এবং মার্কন্ডেও পুরানে আছে দেবী বর্গভীমার উল্লেখ।
কালী পূজার দিন দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে দেবী মা রাজবেশ পরিধান করেন এবং মাকে দেওয়া হয় রাজভোগ ।
Post Views: 18