Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। আজকের রাশিফল ।।

মেষ: আজ আপনার ইচ্ছা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হতে পারে। আয় বুঝে খরচ করুন। অপচয় করবেন না। আর্থিক সঙ্কটে পড়তে পারেন।কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃষ: অন্যের সমালোচনা থেকে বিরত থাকুন। না হলে আপনাকেই সমালোচিত হতে হবে। বাড়ির দরকারি জিনিসপত্র কিনতে আজ বেশি খরচ হবে।

মিথুন: স্বাস্থ্যের উন্নতি হবে আজ। সঞ্চিত টাকা সাবধানে রাখুন। সন্তানের জন্য সম্মানিত হতে পারেন কোনও সামাজিক অনুষ্ঠানে। কর্মক্ষেত্রে আজ মনের মতো কাজ পাবেন। কিন্তু অতিরিক্ত খরচের ব্যাপারে সাবধান হোন।

কর্কট: আজ কাজের চাপ কম থাকবে। ফলে কিছুটা অবসর সময় থাকবে। হঠাৎ করে অনেক টাকা পেতে পারেন। পরিবারের সকলে সুস্থ থাকবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাবার্তায় নতুন পরিকল্পনা পেতে পারেন।

সিংহ: আজ ইচ্ছাশক্তির অভাব আপনাকে মানসিক ভাবে দুর্বল রাখবে। অফিসের কাজ মিটিয়ে নিজের পছন্দের কিছু করতে সময় পাবেন। কাউকে ঋণ দিতে হলে সব দিক বিবেচনা করুন। সন্ধ্যা কাটবে বন্ধুদের সাথে।

কন্যা: নিজের প্রতি বিশ্বাস রাখুন। অন্যদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। নিজের জীবনসঙ্গীকে আজ আলাদা করে সময় দেওয়ার চেষ্টা করুন। আজ আপনি সকলের নজর আকর্ষণ করবেন।

তুলা: আজ আপনি সাহসের সাথে বিরূপ পরিস্থিতি সামলাবেন। কোনও অনুষ্ঠানে গিয়ে নতুন বন্ধু পেতে পারেন। আপনার নতুন পরিকল্পনা সকলকে উৎসাহিত করবে। মনে আজেবাজে চিন্তাকে ঠাঁই দেবেন না ।

বৃশ্চিক: আজ সমস্ত কাজ খুব সহজেই হাসিল হবে। সপরিবারে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। অবশ্যই সংযত থাকুন।

ধনু: বহুদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পাবেন। উত্তেজনা দমন করুন। আপনার রসবোধ আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কাজের চাপ থাকবে। তবে পরিবারকে সময় দিন।

মকর: নিজের অহংকারকে দমন করুন। অফিসের নানা সমস্যা উত্তেজনায় রাখতে পারে। রাতের দিকে আর্থিক লাভ হবে। কোনও বড় সুযোগ আসতে পারে। তবে সব দিক বিবেচনা করে সেই প্রকল্পে সামিল হোন।

কুম্ভ: আপনার বেহিসেবি জীবনযাপন পরিবারের সকলকে চিন্তিত করে তুলবে। সকলের থেকে নিজের কাজের প্রশংসা পাবেন আজ। এই নিয়ে পরিবারে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুর থেকে সহায়তা পাবেন।

মীন: আজ বন্ধুর সহায়তায় অস্বস্তি থেকে মুক্তি পাবেন। দুশ্চিন্তা কাটাতে গান বাজনা করে সময় কাটান। কোনও দুঃসম্পর্কের আত্মীয়ের থেকে সুসংবাদ পেতে পারেন। অনেক গুলি সমস্যার ব্যাপারে আজ লক্ষ করুন।

Related News

Also Read