Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বৃন্দাবন মাতৃ মন্দিরে স্কলারশিপ প্রদান অনুষ্ঠান ।

উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের ‘বৃন্দাবন মাতৃ মন্দির’, অন্যান্য বছরের মতো এ বছরও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র – ছাত্রীদের স্কলারশিপ প্রদান করলো। রবিবার , ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন জেলার ৪১ জন ছাত্র – ছাত্রীর হাতে এককালীন ১০, ০০০ টাকা করে তুলে দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে চিত্র সাংবাদিক রনি রায় এবং পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ , ওয়েস্টবেঙ্গল সর্বোদয় ট্রাস্টের পক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন স্মৃতি স্কলারশিপ ইত্যাদি।

এই বছর মোট ৪,১০,০০০ টাকার স্কলারশিপ দেওয়া হয়। ১১৪ বছরের পুরনো দুর্গা পুজো কমিটির এই উদ্যোগ নবম বছরে পড়লো।
এই উপলক্ষে শ্রীমানি বাড়িতে তিনদিনের এক আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ,পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার , আমহার্স্ট স্ট্রিট থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলক দত্ত , সমাজকর্মী সঞ্জয় রায় , নৃত্যশিল্পী ইন্দ্রানী গুপ্ত প্রমুখ।

Related News