বাড়িতে না জানিয়ে দিঘা ঘুরতে বাইক নিয়ে এসেছিল দুই বন্ধু। পথের মধ্যে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কালিনগর সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বুধবার কাক ভোরে পথ চলতি মানুষজন দেখতে পায় একটি বাইক দুমড়ে-মুচড়ে পড়ে আছে। পাশে ২ যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। অনুমান ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশে খবর দিলে মারিশদা থানার পুলিশ ঘটনা স্থল থেকে রক্তাক্ত ২ যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনা গ্রস্ত বাইকটি উদ্ধার করে আটক করে। হাসপাতালে চিকিৎসক দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। তাদের ফোন থেকে জানা গেছে তারা বারাসাতের বাসিন্দা। বাড়িতে না জানিয়ে দিঘা যাবে বলে বাইক নিয়ে দুই বন্ধু রওনা দিয়েছিল। স্থানীয় মানুষের অনুমান ঘন কুয়াশায় কোন এক যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসের সন্ধান শুরু করেছে। পাশাপাশি মৃত দুই যুবকের পরিচয় জানা যায় মৃত দুই যুবকের নাম বাবাই মন্ডল (২১) ও আকাশ ঘোড়াই (১৭)। জানা গেছে তাদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সম্ভাব্য বারাসাত। পরিবারের লোককে খবর দিলে পরিবারের লোকেরা কাঁথি মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
