রেশন সামগ্রী কালোবাজারি রুখতে দিল পুলিশ প্রশাসনের । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাঁথি এক ব্লকের মহিসাগোট গ্রাম পঞ্চায়েতের পিছাবনী সংলগ্ন এলাকায়। রবিবার রাতে চাল এবং আটা পাচার করার জন্য গাড়িতে লোডিং হচ্ছিল। গোপনে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে গাড়ি আটক করে। একইসঙ্গে ছয় জন পাচারকারীকে গ্রেফতার করে। এরা হলেন নিমকদাসবাড় এবং পশ্চিম রসুলপুর গ্রামের বাসিন্দা কেশব প্রধান, নারায়ণ গুছাইত, মুকুন্দ বেরা, কানু মাঝি, খোকন সাঁতরার ছেলে, দীপক প্রধান।ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হাজতের নির্দেশ দেন।
এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে একটি লরিতে রেশনের আটাও চাল বোঝাই করে পাচার করার চেষ্টা করছিল। সেই সময় পুলিশ হানা দিয়ে তাদের ধরে ফেলে। এলাকা সূত্রে খবর এভাবেই প্রায় রেশন এর মাল পাচার হতো। অভিযোগ রেশনের ভালো সামগ্রী পাচার করে নিম্নমানের সামগ্রী এনে গ্রাহকদের দেওয়া হতো।