বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের পানিপরুল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় লঙ্কা মান্ডিতে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল।
পঞ্চায়েত সূত্রের খবর,
রাজ্য সরকারের সমস্ত সরকারি পরিষেবা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন। এদিন এলাকার প্রায় ২ হাজার জন উপভোক্তা উপস্থিত ছিলেন এই শিবিরে।
এদিন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি, পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, এগরা ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীনেশ প্রধান, বাবুল সাহা, প্রদীপ দাস প্রমুখ।


Post Views: 48





