Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

দিঘায় পর্যটক বাড়ায় চলবে দুটি বাড়তি লোকাল

দিঘার পর্যটকদের জন্য সুখবর শোনালো দক্ষিণ পূর্ব রেল। গত এপ্রিল মাস থেকে দুটি স্পেশাল লোকাল ট্রেন পাঁশকুড়া দিঘা চালিয়েছিল রেল দপ্তর।

 

সেই দুটি লোকাল ট্রেন ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়ে দিল। ১০৮১১৭ ও ১০৮১১৮ নম্বরের ট্রেন দুটি চলবে। ১০৮১১৭ নম্বরের ট্রেনটি পাঁশকুড়া তে সকাল ৭ টায় ছেড়ে দিঘা রওনা দেবে।দিঘা পৌঁছবে ৯-২০ টায়। ১০৮১১৮ নম্বরের ট্রেনটি দিঘা থেকে ৯ টায় ছাড়বে। পাঁশকুড়ায় পৌঁছবে ১১-৫০ টায়। কারণ দিঘা পর্যটন কেন্দ্রে জগন্নাথ মন্দির নির্মাণ হওয়ার পর থেকে পর্যটকের ভিড় দিন দিন বাড়ছে। সেই কারণে দক্ষিণ পূর্ব রেল এই দুটি স্পেশাল ট্রেন চালাতে উদ্যোগী হয়েছে।

Related News

Also Read