Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মাউন্ট লিটেরা জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে কাঁথি মাউন্ট লিটেরা জী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল শনিবার। ব্যান্ড সহ যোগে মার্চ পাস্ট করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহাসমারোহে ছাত্র-ছাত্রীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়।

ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে বিদ্যালয়ের ডাইরেক্টর সৈকত মন্ডল ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।প্রতিযোগিতা শুরুর আগে ক্যারাটে ড্রিল, যোগা ড্রিল ,হুলা হুপ ড্রিল ইত্যাদি নানান প্রদর্শিত হয়।প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রী দের ৮০০ মিটার, ১০০ মিটার ,৫০ মিটার রান,হাই জাম্প ,লং জাম্প, শর্ট পুট ,রিলে দৌড় প্রভৃতি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।এছাড়া অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীরা তাদের নির্দিষ্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

খেলা চলাকালীন বিদ্যালয়ের কর্ণধার উদ্যোগপতি তথা চেয়ারম্যান চিন্তামনি মন্ডল উপস্থিত হয়ে সকল শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে‌ ও তাদের শুভকামনা করেন। প্রতিযোগিতার সময় এক একটি ইভেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মিডিল স্কুল কো-অর্ডিনেটর অজিত কুমার দাস এর ধন্যবাদ জ্ঞাপন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।বিদ্যালয়ের সহ অধ্যক্ষ সকল বিদ্যার্থীর শুভকামনা করেন।

Related News

Also Read