Select Language

[gtranslate]
৩০শে শ্রাবণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৪ই আগস্ট, ২০২৫ )

মেয়েদের দ্বারা পরিচালিত পুজোয় অভিনবত্বের ছোঁয়া রামনগরের বালক সংঘের

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের তালগাছারী ১ গ্রাম পঞ্চায়েতের নরিহা বালক সংঘের শ্রী শ্রী সত্যনারায়ন পূজার্চনা উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো মহাসমারোহে। রামনগরের নরিহা গ্রামের মহিলাদের দ্বারা পরিচালিত এক বিশেষ পুজো। দীর্ঘ ৪৫ বছর ধরে বালক সংঘের পুজো হয়ে আসছে। বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরা এই পুজোর দায়িত্ব নিয়েছে। বালক সংঘের এই বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।

রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ১ ব্লকের, তালগাছাড়ী ১ গ্রামপঞ্চায়েতের, নরিহা বালক সংঘের পরিচালনায়, শ্রীশ্রী সত্যনারায়ণ দেবের আরাধনা উপলক্ষে, অতিথি মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার।

বৃহস্পতিবার সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ গান আবৃত্তি সহযোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংঘের মহিলা সদস্যরা জানান এবার বিভিন্ন সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি অন্নমহোৎসবের আয়োজন করা হয়েছে।

এই সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন বহু জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ সহ ক্লাবের কর্মকর্তাগন। আগামী দিনে এই ক্লাব বড় ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে।

Related News

Also Read

23:42