Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

নেতাজির জন্মদিনে এগরায় প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রশাসনের জয়

নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিবস উপলক্ষে একটি প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল এগরা মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০ টায় এগরা শারদা শশীভূষণ কলেজের স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন এগরা মহকুমা প্রশাসন বনাম এগরা সাব ডিভিশনাল জার্নালিস্ট ফোরামের মধ্যে এই ক্রিকেট প্রতিযোগিতাটি হয়। ১২ ওভারের খেলায় জয়ী হয় এগরা মহকুমা প্রশাসন। রানার্স হয় এগরা মহকুমা জার্নালিস্ট ফোরাম। ম্যান অফ দি ম্যাচ হন মহকুমা শাসক মঞ্জিত কুমার যাদব নিযেই ।

তবে সাংবাদিক দলের মধ্যেও উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এবছর প্রথম এই ধরণের প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নেয়ার জন্য জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশিষ্ট সাংবাদিক প্রদীপ কুমার মাইতি। তবে রানার্স দলের অধিনায়ক পঙ্কজ দাসরথী জানিয়েছেন, এই ধরণের খেলায় কে হারলো, কে জিতলো সেটা বড়ো বিষয় নয়। কাজের ছাপ থেকে বেরিয়ে এসে একে ওপরকে আনন্দ দিতে পারাটা বড়ো বিষয়। আগামীদিনে এই ধরণের আরো খেলার প্রতিযোগিতা হলে প্রশাসন ও সংবাদ মাধ্যমের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।

Related News