Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। অভিযুক্ত শ্যামল আদকঃহলদিয়ার দুটো গ্রাম আজও বিদ্যুৎহীন ।।

শনিবারই কাঁথির পি কে কলেজের মাঠে জনসভার মঞ্চ থেকে দলের নেতৃত্বদের জনসংযোগে আরও জোর দেওয়ার বার্তা দিয়েছেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধায়। ঠিক তার পরদিনই হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎবিহীন দুই গ্রাম বিষ্ণুরামচক এবং সৌতনপুর ঘুরে দেখপেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী-শ্যামল আদক জুটির দুর্নীতির বিরুদ্ধে।


হলদিয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত বিষ্ণুরামচক এবং সৌতনপুর।এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ বামজমানা এবং পরবর্তীকালে অধিকারী জামানাতেও বিদ্যুৎ-রাস্তার জন্যে বারবার আবেদন জানালেও বিফল হয়ে ফিরতে হয়েছে।


তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন রবিবার সকালে মাখনবাবুর বাজার মোড়ে বসে চা খাচ্ছিলাম। সেই সাথে সেখানে উপস্থিত নাগরিকদের সঙ্গে কথোপকথন চলছিলো। সেই সময়ই অভিযোগ পাই বিষ্ণুরামচক এবং সৌতনপুর নামের এই দুই গ্রামে বিদ্যুৎ নেই। রাস্তাও খারাপ। সেই সাথে শুভেন্দু এবং শ্যামল আদকের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ। অতঃপর তাঁদের অনুরোধে তাঁদের গ্রামে গেলাম।

কুনাল বলেন দেশের স্বাধীনতার ৭৫ বছর পরেও দুই গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি । আধুনিক যুগেও হ্যারিকেনের আলোয় দিনযাপনই যেন করতে হচ্ছে স্থানীয়দের। ভাবা যায় !

Related News

Also Read