সাধারণত গ্রামের মহিলাদের হাঁস মুরগি মাশরুম সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় স্বনির্ভর করার লক্ষ্যে। তবে এবার এসবের প্রশিক্ষণ নয় সরকারি উদ্যোগে গ্রামের মহিলারা শিখে নিচ্ছেন বিউটিশিয়ানের কাজ। সারা বছরই উপকৃত হবে মহিলারা। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার গ্রামের অর্থনীতির মানচিত্র বদলাতে একাধিক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার মাধ্যমে গ্রাম্য অর্থনীতির মানচিত্র বদলাতে উদ্যোগী হয়েছে সরকার। বর্তমান সময়ে রূপচর্চা বড় শহর ছোট শহর ও মফস্বলের গন্ডি পেরিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। ফলে গ্রামে গ্রামে বাড়ছে রূপচর্চা কেন্দ্রিক বিকল্প পেশার সুযোগ। তাই এবার সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে গ্রামের মহিলাদের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ্রামের স্ব-সহায়ক দলের মহিলাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সিএডিসি তমলুক প্রোজেক্টের অন্তর্গত তমলুক ব্লকের গ্রামের মহিলাদের বিনামূল্যে পনের দিনের বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। প্রশিক্ষনের পর মিলবে সার্টিফিকেট।
এই বিষয়ে সিএডি সি তমলুক প্রজেক্ট এর ডেপুটি ডাইরেক্টর ডক্টর উত্তম কুমার লাহা বলেন, ‘ দুটি ব্যাচে মোট ৩০ জন মহিলাকে বিউটিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনামূল্যে এই প্রশিক্ষণ ১৫ দিন দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার পর মহিলাদের একটি করে সার্টিফিকেট দেওয়া হবে। ফলে আগামী দিনে রূপচর্চার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন গ্রামের মহিলারা।’
এই বিউটিশিয়ানের কাজ শিখে সহজেই তারা সারা বছর রোজকার করতে পারবে। তাই সরকারি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশিক্ষণ নিতে আসা মহিলারা।
