Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

এগরা উইকেয়ারের জলসত্র।

তীব্র দাবদাহে এগরা শহরে পথ চলতি মানুষ, ট্রাফিক পুলিশ, টোটো চালক, রিকশাচালক, গাড়ির ড্রাইভার, কন্টাকটার ফুটপাতের দোকানদারদের হাতে  ২৮ এপ্রিল রবিবার ঠান্ডা জল, ও আর এস, তরমুজ তুলে দেয় এগরার একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগরা উইকিয়ার। সংস্থার সভাপতি প্রসেনজিৎ বেরা ও যুগ্ম সম্পাদক কৃষ্ণেন্দু রায় জানান প্রায় ৩০০ জনের বেশি মানুষের হাতে জল, ও আর এস ও তরমুজ এই প্রখর রৌদ্রে তুলে দিতে পেরে আমরা খুশি।

এই রৌদ্রে প্রকোষ্ঠে যে সমস্ত সদস্য সদস্যা এগিয়ে এসে কাজটি সম্পন্ন করলেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান  সংস্থা সভাপতি ও সম্পাদক। এই কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়ে  দিলেন তাদের সবাইকে এগরা উইকেয়ারের পক্ষে কৃতজ্ঞতা জানান যুগ্ম সম্পাদিকা প্রিয়াঙ্কা মিশ্র।

Related News

Also Read