গত ১৩ ডিসেম্বর থেকে হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া সিটি সেন্টার এবং টাউনশিপ মাখন বাবুর বাজারে ধারণা মঞ্চে গড়া হয়েছিলো।
এই মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের থেকে রাজ্যের বকেয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয় । ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনা টাকা দেওয়ার দাবির নিয়েই ধারণা মঞ্চ গড়ে হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস । অভিযোগ সেই ধর্ণা মঞ্চের ফ্লেক্স রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হয়েছে
হলদিয়া শহর তৃনমূল যুব সভাপতি সুশান্ত মালিক অভিযোগ করে বলেন বিজেপির বিধায়িকা তাপসী মন্ডল, শ্যামল আদক ও প্রদীপ বিজলী নেতৃত্বে এই ফ্লেক্স ছেড়া হয়েছে।
ভারতীয় জনতা পার্টি বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলি বলেন এই ধরনের নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। আমাদের ব্রজলাল চক হাই রোড এবং ভিআইপি রোডে ঢোকার মুখে দুটি গেট ছিল ওরাই সেই গেটগুলিকে নষ্ট করেছে ।আমাদের এই সভা একমাস আগে থেকেই পারমিশন করে করা হয়েছিল কিন্তু তৃণমূল হঠাৎ আমাদের এই সভাকে বানচাল করে পায়ের উপর পা তুলে ঝগড়া সৃষ্টি করার জন্য শুরু করেছিল এই ধর্না মঞ্চ। নিজেরাই নিজেদের ফ্লেক্স ছিড়ে বিজেপির উপর দোষারোপ করছে।