Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

স্বাধীনতা দিবসে স্বামী প্রণবানন্দ সেবা সম্মান প্রদান

ইন্দ্রজিৎ আইচ :- ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও স্কুল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল  দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত  সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রনব মন্দিরের উদ্যোগে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন সঙ্ঘের পুরী শাখার স্বামী শ্রেয়সানন্দজী মহারাজ ও স্বামী অন্বেষানন্দজী মহারাজ । ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এলাকায় রাস্তার দুইধারে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের সহযোগীতায় ৭৮ টি চারা গাছ লাগানো হয়।  এলাকার বিশিষ্ট মানুষদের পাশাপাশি  ১৫ জন মাধ্যমিক ও ১৫ জন উচ্চ-মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের “স্বামী প্রণবানন্দ মেরিট এ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

এছাড়া ১৫জন প্রবীন ব্যক্তিকে তাদের বহুমুখী কৃতকর্মের জন্য “স্বামী প্রণবানন্দ সেবা সম্মান” প্রদান করা হয়। ১৫ জনকে “স্বামী প্রণবানন্দ প্রতিভা বিকাশ সম্মান” প্রদান করা হয়। অনুষ্টানে উপস্থিত প্রতিটি ছাত্র-ছাত্রীকে একটি করে সুপারি গাছের চারা দেওয়া হয় এবং প্রতিটি সম্মানিত ব্যক্তিকে দুটি করে ফলের চারা গাছ দেওয়া হয়।

Related News