প্রদীপ কুমার সিংহ :- প্রত্যেক বছর ন্যায় এ বছরও প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চক্রের ক্রীড়া প্রতিযোগিতা হল। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে অন্তর্গত দশটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলি কে নিয়ে এই প্রতিযোগিত হয়।
বারুইপুর প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ চক্রের ক্রীড়া প্রতিযোগিতা চলছে বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দশটি গ্রাম পঞ্চায়েত এবং বারুইপুর পৌরসভার দুটি বিভাগের মোট ১১২ টি স্কুলের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। বিভিন্ন অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম হয়েছে তাদেরকে নিয়ে মঙ্গলবার এই প্রতিযোগিতা হয়েছে। এই দিনই ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার এই প্রতিযোগিতা প্রথম হয়েছে তাদেরকে বারুইপুর মহাকুমা সার্কেল জয়নগরে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই কথা বলেন বারুইপুরের প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যালয় পরিদর্শক সতী প্রসাদ ঘড়ুই। তিনি আরো বলেন আবার যে সব প্রতিযোগী মহাকুমা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবে তাদেরকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় পাঠানো হবে। মঙ্গলবার এই প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্ট ছিল। ১০০ মিটার ২০০ মিটার লং জাম্প হাই জাম্প আলু দৌড়, ফুটবল থ্রো ইত্যাদি ইভেন্ট ছিল। সব ইভেন্টেই পুরুষ ও মহিলা আলাদাভাবে প্রতিযোগিতা হয়।
