Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

।। আজকের রাশিফল ।।

মেষ: সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। ব্যাবসায় ইতিবাচক ফলাফল। ইন্টারভিউতে ইতিবাচক ফল। শিক্ষার্থীর উচ্চশিক্ষার পরিকল্পনা। ব্যাবসায় অগ্রগতি, অংশীদারিত্বে বিনিয়োগ। ব্যায়সংকোচ প্রয়োজন।


বৃষ: ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ব্যাবসায় নতুন অংশীদারিত্বে সতর্ক থাকুন। ইচ্ছাশক্তিতে ভয়াবহ পরিস্থিতি, বিরোধের অবসান। কর্মক্ষেত্রে উন্নতি,সঞ্চয়বৃদ্ধি বেশ কিছু দিন বজায় থাকবে। শত্রুবৃদ্ধি না করতে যুক্তিতর্ক এড়িয়ে চলুন।


মিথুন: কোথাও ঘুরতে যেতে পারেন। অধস্তন, বন্ধুবান্ধব, পরিজনদের অসহযোগিতায় কাজ শ্লথ,অস্থিরতা, সামাজিক খ্যাতিতে প্রভাব। ব্যয়বৃদ্ধিতে সঞ্চয়ে হ্রাস। সিদ্ধান্তগ্রহনের আগে সংযত হোন। শিক্ষার্থীদের পড়ার ক্ষতি।


কর্কট: জরুরি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেবেন। পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্তে জটিলতা। লক্ষ্যে স্থির থাকুন। ব্যবসায় ঝুঁকি বর্জনীয়। ব্যাবসায়িক ভ্রমণে যোগাযোগ বৃদ্ধি। সরকারি চাকরিজীবীরা ভেবে সিদ্ধান্ত নিন।


সিংহ: উদারতার সুযোগ নিতে দেবেন না। কাজের জায়গায় মতানৈক্যে কর্মক্ষেত্রে প্রভাব। অধৈর্যের ফলে অর্থ, শান্তি, মনঃসংযোগে প্রভাব। নতুন প্রকল্প এবং ভ্রমণ, ঋণ এড়ান। কঠোর পরিশ্রমে সাফল্য। সিদ্ধান্তগ্রহনে সহায়ক হবে।


কন্যা: একাকীত্ব কাটাতে গান শুনুন। পেশাপরিবর্তনের পরিকল্পনা হানিকারক। ইতিবাচক মনোভাব দরকার। প্রভাবশালী ব্যক্তির যোগাযোগে ব্যাবসায়িক বৃদ্ধি। গবেষণা, শিক্ষাক্ষেত্রে ভালো ফল। বিনিয়োগ স্থগিত রাখুন। অহংকারের ফলে খ্যাতিতে প্রভাব।


তুলা: উচ্চশিক্ষার পরিকল্পনা করুন। অধস্তনদের সহায়তায় পদোন্নতি। অকারণ অর্থব্যয়। শিক্ষার্থীদের অলসতায় পড়ার ক্ষতি। ব্যাবসায়িক উন্নতি। ভ্রমণে যোগাযোগবৃদ্ধি। শত্রু নিয়ন্ত্রণ। অফিসের পুনর্নির্মাণে সামাজিক সমৃদ্ধি।


বৃশ্চিক: ভালোবাসায় হঠকারিতা নয়। তবে সেই কারণে অফিসে চাপ বাড়বে। বিতর্ক এড়ান। অপব্যয় বর্জনীয়। নির্মাণ বা গ্ল্যামারে যুক্তদের ভাল ফল। পুরানো কোনও সূত্র থেকে অর্থলাভ। কোনও সামাজিক ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তি। আইনি বিষয়েও শুভ ফল।


ধনু: ব্যবসায় ঝুঁকি এড়িয়ে চলুন। ভাইবোনের সাথে লাভজনক অংশিদারিত্ব। কর্মক্ষেত্রে নেতিবাচক বদল হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। মানসিক চাপ, অস্থিরতা, অনিদ্রাএড়াতে যোগাভ্যাস করুন। বিনিয়োগে লোকসান হতে পারে।


মকর: একান্তে সময় কাটান। ঝুঁকি এড়িয়ে চলুন। বাবা মায়ের শারীরিক অবস্থার উন্নতি। আর্থিক নিয়ন্ত্রণের অভাবে ধারের সম্ভাবনা। ব্যাবসায় উন্নতি বাড়বে। চাকরিতে পদোন্নতি। যোগ্যতা বাড়াতে উচ্চশিক্ষার পরিকল্পনা।


কুম্ভ: বিবাদ এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভাবুকতা এড়িয়ে চলুন। ব্যবসায় নতুন বিনিয়োগ না করাই ভালো। চাকুরীরতদের শুভ সময়। সফলতা। গুরুজনের সাথে বিবাদ মিটবে। নির্মাণ কার্যের সাথে যুক্ত ব্যক্তিদের শুভ।


মীন: কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করুন। থেকে ব্যবসায় মিশ্র ফল। সাক্ষর করার আগে সাবধান থাকুন। চাকরির ক্ষেত্রে শত্রুদমন। মাসের মাঝামাঝি অপ্রয়োজনীয় ব্যয়বৃদ্ধি। বন্ধুদের পরামর্শে ব্যবসায়িক বৃদ্ধি। সরকারি চাকরিপ্রার্থীরা অধিক পরিশ্রম করুন।

Related News