Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩১ সোমবার ( ১৩ই জানুয়ারি, ২০২৫ )

ময়নায় বিজেপি কর্মীর উপর হামলা

পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচায় বিজেপি কর্মীর উপর হামলা অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।যদিও তৃনমূলের দাবি বিজেপির পুরানো ও নব্যদের লড়াই চরম আকার নিয়েছে   ।একে অপরের বিরুদ্ধে লড়ছে আর দায় চাপাছে তৃনমূলের ঘাড়ে

জানা গেছে বুধবার রাত্রে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর গ্রামের মধুসূদন রানা নামে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে।বিজেপির অভিযোগ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস করতে রাতে বাড়িতে ঢুকে মনোরঞ্জন হাজরার নেতৃত্বে  তাদের কর্মীকে  মারধর করা হয়েছে। অভিযোগ হামলা চালানো হয় মধূসুদনের পরিবারের উপর। মধুসূদন গুরুতরভাবে আহত হয়েছ।তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃনমূলের জেলা সম্পাদক সেক সাজাহান বলেন ময়না জুড়ে বিজেপির পুরানো ও নব্যদের সংঘাত চরম আকার নিয়েছে।উত্তম সিং এর নেতৃত্বে দুষ্কৃতীরা নিজেদের গোষ্ঠীর বিরোধী এবং তৃনমূল কর্মীদের উপরে হামলা চালিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করছে।

Related News

Also Read