পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর মথুরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এসআইআর নিয়ে প্রচার শুরু করলো। সেই প্রচারে আর্মি লেখা মোটরসাইকেলের চেপে এসআইআর সম্পর্কে প্রচার করছে এক তৃণমূল কর্মী। এই অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এমন আবহে তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি আটকানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পটাশপুরে।এলাকাবাসীর পক্ষ থেকে শান্তনু হুদাইত অভিযোগ করে বলেন অশোক স্তম্ভ লাগানো একটি গাড়ি থেকে এস আই আর নিয়ে প্রচার করা হচ্ছে। অভিযোগ এই প্রচারে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যদিও পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে অহেতুক অভিযোগ তোলা হচ্ছে। মানুষকে কোন ভুল বোঝানো হচ্ছে না। মানুষকে সচেতন করা হচ্ছে।

যদিও কাথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন তৃণমূল এস আই আর নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।





