Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

এসআইআর চালু হতে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে

প্রদীপ কুমার সিংহ 

মঙ্গলবার থেকেই এসআইআর চালু হওয়ায় সারা ভারতবর্ষে আতঙ্ক সৃষ্টি হয়েছে এমনই কথা জানালেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন আজকের এই এসআইআর চালু হতে সংবাদ মাধ্যমের যেরাম করে হেডলাইন দিচ্ছে মনে হচ্ছে একটা যেন বিপ্লব ঘটে গেছে।

পশ্চিমবাংলা এস আই আর আছে নির্বাচনে ভোটার লিস্ট যারা কাজকর্ম করে এটা নতুন কিছু নয় কিন্তু এই সাজা নাম করে এমন আতঙ্ক তৈরি করছে এটা ঠিক কাজ হচ্ছে না। সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করে বিরোধী জনতা বা শুভেন্দু অধিকারী বারুইপুরে বিধায়ক এর স্ত্রীর বারুইপুর মিউনিসিপালিটি কাউন্সিলর তার বাড়ির নাম রয়েছে এবং কুলতলিতে বিধানসভা তে নাম রয়েছে দুই জায়গায় নাম রয়েছে এই ব্যাপারে তিনি বলেন স্বাভাবিক ব্যাপার অনেকেরই এরাম নাম আছে নির্বাচন কমিশনের দেখা উচিত। সুতরাং এরাম নাম প্রচুর জায়গা পাওয়া যাবে আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক।

প্রত্যেকটা মানুষ যারা ভোটার হবেন তারা যেন ভোট দিতে পারেন,যেন তাদের নাম যেন বাদ না যায়। এবং যারা বিলে বি এল আর বি এল ও যারা আছে তারা এই ব্যাপারটা ভালো করে দেখবেন। আমরা সতর্ক দৃষ্টি রাখব, ভোটার যাতে ভোট দিতে পারে তিনি আরো বলেন অভূতপূর্ব একটা ব্যাপার হচ্ছে জানিনা আপনারা ফর্ম টু দেখেছেন কিনা তাতে দেখা যাচ্ছে তাতে লেখা আছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কিন্তু আজকে তো ভোটার লিস্ট টা পুরো ফিস করে দিয়েছে। যে ভোটার লিস্ট নেই সেখান থেকে কি করে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার মানুষ দিতে হবে। একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে এর জন্য নির্বাচন কমিশনকে নোটিশ দেওয়া উচিত আমার মনে হয়। তবে দু জায়গার ভোটার লিস্টের নাম ব্যাপারে বলেন অনেকেই ইচ্ছা করে তুলতে পারে এটা নির্বাচন কমিশনের সতর্ক দৃষ্টি দেখা উচিত। বারুইপুরের নতুনপাড়ায় নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো এবার অন্যতম আকর্ষণ।ফি বছর চমক থাকে এই পূজোয়। এবার এই পুজো চতুর্থ বছরে পড়েছে। একেবারে রাজবাড়ির ঠাকুর দালানের আদলে নির্মিত হয়েছে মণ্ডপ। পদ্মশ্রী সনাতন রুদ্র পালের হাতে গড়া মা জগদ্ধাত্রী। পুজো কমিটির কর্তা সজল মিত্র বলেন, সপ্তমী থেকে নবমী মায়ের ভোগ খাওয়ানো হবে মানুষজনকে। এই পুজো কে ঘিরে নতুনপাড়ার মোড় থেকে বারুইপুর উড়ালপুল পর্যন্ত রাস্তায় চন্দননগরের আলোকসজ্জায় ভরিয়ে দেওয়া হয়েছে। রবিবার পুজোর উদ্বোধনে সিনেমার একাধিক মেগাষ্টাররা হাজির ছিলেন। এই পুজোখন্ডে এসে বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের এই কথাগুলি বলেন।

Related News

Also Read