Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

খেজুরী উত্তর কলমদান টিকাশীতে নক আউট ক্রিকেটের সমাপ্তি

খেজুরী উত্তর কলমদান টিকাশী ২৪ প্রহর নামযজ্ঞ উৎসব কমিটির পরিচালনা ৭ দিবসিয় ৮ দলের নক আউট ক্রিকেট প্রতিযোগিতা আজ শেষ হলো। গত ১০ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়ে ছিল।

 

আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কন্টাই ড্রিমার্স ইলেভেন ও পটাশপুর সুজিত ইলেভেন। নির্ধারিত ১০ ওভারের খেলায় কন্টাই ড্রিমার্স টসে জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেয় ।৭ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে ।প্রত্তুতরে পটাশপুর সুজিত ইলেভেন ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯০ রান করে। ফলে কন্টাই ড্রিমার্স ইলেভেন ৩০ রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন শিরপা লাভ করে। চ্যাম্পিয়ন দল শকুন্তলা প্রধান স্মৃতি ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা এবং রানার্স দল কল্পনা গোল স্মৃতি ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। সেরা ব্যাটসম্যান সৌরভ দাস, সুজিত ইলেভেন, সেরা বোলার মানিক খাঁন কন্টাই ড্রিমার্স, ফাইনালে ম্যান অফ দি ম্যাচ সেক ওমর কন্টাই ড্রিমার্স, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নিমাই দাস, কন্টাই ড্রিমার্স। খেলায় আম্পায়ার ছিলেন প্রসেনজিৎ দত্ত ও আনন্দ মাইতি ধারাবিবরণী দেন দেবাশীষ মন্ডল।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, প্রসেনজিৎ আচার্য, ক্লাবের সভাপতি দীপক শীট। সভা সঞ্চলন করেন টুনামেন্ট কমিটির মুখ্য উপদেষ্টা দীপক কুমার প্রধান।

Related News

Also Read